Bootstrap Image Preview
ঢাকা, ১৩ রবিবার, জুলাই ২০২৫ | ২৯ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভিআইপিদের জন্য শাহজালালে পৃথক গেট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫৯ PM
আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫৯ PM

bdmorning Image Preview


সাধারণ যাত্রীসহ একই লাইনে দাঁড়িয়ে তল্লাশি গেট অতিক্রম করা নিয়ে বরাবরই আপত্তি ছিল সংসদ সদস্যসহ ভিআইপিদের। এরই পরিপ্রেক্ষিতে তাদের দাবি করা নিরাপত্তা তল্লাশি শিথিল করার বিষয়টি অনুমোদন না দিয়ে নাকচ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে, ভিআইপিদের সুবিধা নিশ্চিত করতে এবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে চালু করা হয়েছে পৃথক তল্লাশি গেট। গত আগস্ট থেকে এই গেটটি চালু হওয়ার ফলে পূর্বের ন্যায় সাধারণ যাত্রীদের সঙ্গে একই লাইনে দাঁড়াতে হচ্ছে না ভিআইপিদের।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, শাহজালাল বিমানবন্দর থেকে দেশের অভ্যন্তরে প্রতিদিন কমপক্ষে ১১০টি ফ্লাইট পরিচালনা করা হয়। ফলে ক্রমেই বাড়ছে যাত্রীর সংখ্যাও। এ জন্য বিমান ছিনতাইয়ের চেষ্টাসহ বেশ কিছু ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এর ফলে প্রত্যেক যাত্রীকে জুতা, প্যান্টের বেল্ট খুলে আর্চওয়ে পার হতে হয়। এরূপ তল্লাশিতেই আপত্তি ছিল ভিআইপিদের।

বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে বিচারপতি, মন্ত্রী, সাংসদ, আমলাসহ ভিআইপিদের সাধারণ যাত্রীদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে তল্লাশিতেও নানা বিড়ম্বনায় পড়তে হতো বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের। কখনও কখনও নিরাপত্তা কর্মীদের হেনস্তার শিকারও হতে হয় ভিআইপিদের সঙ্গে থাকা প্রটোকল কর্মীদের কাছে। আবার কখনও কোনো ভিআইপি তল্লাশি ছাড়াই প্রবেশের চেষ্টা করলে সৃষ্টি হয় বিব্রতকর পরিস্থিতির।

বিমানবন্দর সূত্র জানায়, শাহজালাল বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালের উত্তর দিকে ভিআইপিদের জন্য পৃথক গেট ও লাউঞ্জ সুবিধা রয়েছে। চেক ইন শেষে ভিআইপিরা লাউঞ্জে বসার সুবিধা পেয়ে থাকেন। সেখানে তাদের জন্য রয়েছে ইমিগ্রেশন সুবিধাও। এরপর ইমিগ্রেশন শেষে বিমানে ওঠেন ভিআইপিরা। তবে, বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে ভিআইপিদের জন্য আলাদা কোনো ব্যবস্থা ছিল না। ফলে বিমানবন্দরে প্রবেশের পর চেক ইন শেষে সাধারণ যাত্রীদের সঙ্গে একই লাইনে দাঁড়িয়ে তল্লাশি শেষে ভেতরে প্রবেশ করতে হতো ভিআইপিদের।

সূত্র আরও জানায়, গত ৭ এপ্রিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি দেশের সকল আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে বিচারপতি, সাংসদ ও সাবেক মন্ত্রীদের তল্লাশি শিথিল করার দাবি জানায়। একই সঙ্গে সংসদীয় কমিটির বৈঠকে ভিআইপিদের জন্য পৃথক লাইন করারও সুপারিশ করা হয়। এছাড়া, একই সুবিধা পেতে অনেকেই বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীর কাছেও আবেদন জানান। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এসব আবেদন প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হলে এগুলো নাকচ করে দেওয়া হয়।

এ দিকে, সংসদীয় কমিটির সর্বশেষ সভায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, শাহজালাল বিমানবন্দরসহ সকল বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশি ছাড়া কারও ভেতরে প্রবেশের সুযোগ নেই। শুধুমাত্র সরকারের ন্যাশনাল সিভিল এভিয়েশন সিকিউরিটি প্রোগ্রামের (এনসিএএসপি) তালিকাভুক্ত কিছু সংখ্যক ব্যক্তি তল্লাশি ছাড়াই অভ্যন্তরে প্রবেশ করতে পারবেন। একই বৈঠকে বেবিচকের পক্ষ থেকে আরও জানানো হয়, শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক টার্মিনালে ভিআইপিদের নিরাপত্তা তল্লাশি করতে গেলে নিরাপত্তাকর্মীরা নানা বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।

এই বিব্রতকর পরিস্থিতি এড়িয়ে ভিআইপিদের সুবিধা দিতে সম্প্রতি শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে পৃথক তল্লাশি গেট চালু করেছে বেবিচক। ফলে সাধারণ যাত্রীদের সঙ্গে আর লাইনে দাঁড়াতে হবে না ভিআইপিদের। তবে, পৃথক গেট করা হলেও সেখানেও আর্চওয়ে, ল্যাগেজ স্ক্যানার অতিক্রম করেই ভেতরে যেতে হবে তাদের। একই সঙ্গে এই গেটে বিমানবন্দরের কর্মী ও এয়ারলাইন্সের পাইলটসহ কেবিন ক্রুরা প্রবেশের সুবিধা পাবেন। এরই ধারাবাহিকতায় টার্মিনালের জায়গা বাড়াতে, কমানো হয়েছে দোকানের সংখ্যা, নির্মাণ করা হচ্ছে নতুন ভবন।

এ ব্যাপারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আবু সাঈদ মেহবুব খান জানান, ‘আগে আমাদের অভ্যন্তরীণ টার্মিনালে প্রচুর চাপ ছিল। যাত্রীদের সিকিউরিটি স্ক্রিনিংয়ের জন্য একটি মাত্র গেট ছিল। ফলে একই পথ দিয়ে সাধারণ যাত্রী, ভিআইপি, ক্রুসহ সবাইকেই প্রবেশ করতে হতো। এ কারণে, লাইন লম্বা হওয়াসহ যাত্রীদের ওপর বেশি চাপ পড়তো। এর পরিপ্রেক্ষিতে আমরা আরেকটি গেট চালু করেছি। যা দিয়ে শুধু ভিআইপি, এয়ারলাইন্সের ক্রু, বিমানবন্দরের স্টাফেরা প্রবেশ করতে পারবেন।’

পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আবু সাঈদ মেহবুব খান বলেন, ‘সিকিউরিটি সবার জন্য। এতে করে সুবিধা হচ্ছে ভিআইপি, এয়ারলাইন্সের ক্রু, বিমানবন্দরের স্টাফদের সিকিউরিটি স্ক্রিনিংয়ে। পাশাপাশি সাধারণ যাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়ানোর চাপও কমেছে।’

Bootstrap Image Preview