Bootstrap Image Preview
ঢাকা, ১৩ রবিবার, জুলাই ২০২৫ | ২৯ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জাতীয় পার্টির চেয়ারম্যান হলেন রওশন এরশাদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০২:০৪ PM
আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০২:০৪ PM

bdmorning Image Preview


জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর তার ভাই জিএম কাদেরকে পার্টিটির চেয়ারম্যান ঘোষণা করা হলেও এবার এ পদে রওশন এরশাদের নাম ঘোষণা করেছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশানস্থ রওশনের বাসভবনে সংবাদ সম্মেলন করে এরশাদপত্নীকে জাপার চেয়ারম্যান ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলেনে জিএম কাদেরকে চেয়ারম্যান পদ ছেড়ে দিয়ে কো-চেয়ারম্যান পদ গ্রহণ করার আহ্বান জানিয়ে আনিসুল ইসলাম বলেন, পার্টির মহাসচিব থাকবেন মসিউর রহমান রাঙ্গা। আগামী ছয় মাসের মধ্যে পার্টির কাউন্সিল করা হবে।

এর আগে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ এমপি বলেন, আসুন সবাই মিলে পার্টিটাকে ভাঙনের হাত থেকে রক্ষা করি।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সোহেল রানা, গোলাম কিবরিয়া টিপু, মজিবুল হক চুন্নু, নাসিম ওসমান, ফখরুল ইমাম, লিয়াকত হোসেন খোকা, নুরুল ইসলাম ওমর, এসএম ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ ও সফিকুল ইসলাম সেন্টু  উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview