Bootstrap Image Preview
ঢাকা, ১৩ রবিবার, জুলাই ২০২৫ | ২৯ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৬ PM
আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৬ PM

bdmorning Image Preview


বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন এবং হাজিপুরে বাসের চাপায় এক গৃহবধূ নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভোরে শেরপুরের কলেজ রোড এলাকায় এই দুর্ঘটনা দুটি ঘটে। 

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান, দুর্ঘটনা কবলিত একটি ট্রাক কলা নিয়ে বগুড়া থেকে ঢাকা যাচ্ছিল এ সময় আরেকটি ট্রাক ঢাকা থেকে রড নিয়ে বগুড়ার দিকে আসছিল। বগুড়া থেকে ঢাকাগামী ট্রাকের দুইজন এবং ঢাকা থেকে বগুড়াগামী ট্রাকের একজন ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় দুইজন গুরুতর আহত হয়। পরে ঢাকা থেকে আগত আরেকটি ট্রাক দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দিলে আরেকজন আহত হয়।

পুলিশ আহত তিনজনকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেলে প্রেরণ করে। নিহতদের মধ্যে দুইজনের মৃতদেহ কুন্দারহাট পুলিশ ফাঁড়িতে এবং অপর মৃতদেহটি শজিমেক এ রয়েছে। রড বোঝাই ট্রাকের ড্রাইভার লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার কাকিনা গ্রামের খয়ের উদ্দিনের ছেলে হাফিজুল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

অপারদিকে সকাল সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাস্থলের কিছু দূরে স্থানীয় উলিপুরের মৃত বুলুর স্ত্রী আমেনা বিবিকে (৫৫) ঢাকা থেকে বগুড়াগামী শ্যামলী পরিবহনের একটি বাস ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

Bootstrap Image Preview