Bootstrap Image Preview
ঢাকা, ১৩ রবিবার, জুলাই ২০২৫ | ২৯ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আশুলিয়ায় সুতা তৈরির কারখানায় ভয়াবহ আগুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২৮ AM
আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২৮ AM

bdmorning Image Preview


ঢাকা জেলার আশুলিয়ায় একটি সুতা তৈরির কারখানায় আগুন লেগেছে। আগুনে কারখানার গোডাউন পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকায় এজিজ কটন মিলস নামে ওই কারখানায় আগুন লাগে। কারখানাটি বর্তমান পানিসম্পদ মন্ত্রী ও জাতীয় পার্টির নেতা আনোয়ার হোসেন মঞ্জুর মালিকানাধীন।

আগুন নেভাতে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট, গাজীপুরের কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ১টি ও মিরপুর ফায়ার সার্ভিস থেকে আরও ১টি ইউনিট নিয়ে মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

অগ্নিকাণ্ডের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির ব্যাপারে পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সূত্র।

Bootstrap Image Preview