Bootstrap Image Preview
ঢাকা, ১৩ রবিবার, জুলাই ২০২৫ | ২৯ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৪ বিজিপিকে ফেরত নিলো মিয়ানমার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৫৯ PM
আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৫৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


কক্সবাজারের টেকনাফে অস্ত্রসহ আটক মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৪ সদস্যকে মিয়ানমারের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবানের ঘুমধুম সীমান্তে দু’দেশের পতাকা বৈঠকের পর এদের হস্তান্তর করা হয়।

বিজিপির সদস্যরা হলেন- মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুর নাগকুড়া ব্যাটালিয়ানের মেগচিং ক্যাম্পের ক্যাপ্টেন লি উইন কো ম্যায়েং (৩০), সার্জেন্ট ইয়ানাং তুন (৩১), সার্জেন্ট প্যায়াং গি (২৫) ও সিপাহী ক্য ক্য (২৮)।

গেল ২৫ আগস্ট রাতে টেকনাফের নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীর তীর সীমান্ত থেকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় বিজিবির সদস্যরা মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ৪ সদস্যকে আটক করেছিল।

এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি এমএ-১১ রাইফেল, ১০টি গুলি, ১টি টর্চলাইট এবং ৫টি মোবাইল। জব্দ করা হয় বিজিপি সদস্যদের বহনকারী একটি স্পিড বোট।

বৈঠকে বাংলাদেশের ১২ সদস্যের নেতৃত্ব দেন বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।

মিয়ানমারের ১০ সদস্যের নেতৃত্ব দেন পুলিশের ১ নম্বর সেক্টরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ক্য উইং।

বৈঠক শেষে টেকনাফস্থ বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান বলেন, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর ৪ সদস্য বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায় স্বীকার করে তাদের ফিরিয়ে নেন। এছাড়াও ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর ঘটবে না বলেও জানায় মিয়ানমার।

Bootstrap Image Preview