চট্টগ্রাম জেলার পটিয়ায় বড়লিয়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ কথিত মানবাধিকারকর্মীকে আটক করেছে র্যাব-৭।
বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬০ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি জিপও জব্দ করে র্যাব।
আটকরা হলেন- মো. রাশেদ (২৭) ও মো. নাছিবুর রহমান নাছিব (৪২)। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
র্যাব-৭ এর সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান জানান, বুধবার বিকেলে পটিয়ার ৯ নম্বর বড়লিয়া ইউপির আমজুর হাট এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ৬০ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি জিপও জব্দ করা হয়। আটককৃতরা নিজেদের একটি মানবাধিকার সংগঠনের কর্মী বলে পরিচয় দিয়েছেন।
জিজ্ঞাসাবাদের পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।