Bootstrap Image Preview
ঢাকা, ১৪ সোমবার, জুলাই ২০২৫ | ২৯ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিয়ের ১৩ দিনের মাথায় স্ত্রীকে গলা কেটে হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৪৯ PM
আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৪৯ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


বিয়ে হলো মাত্র ১৩ দিন হলো। এরই মধ্যে ভয়াবহ কাণ্ড ঘটিয়ে বসেছেন স্বামী। স্ত্রীকে নূরজাহান বেগমকে (৩০) ওষুধ খাইয়ে গলা কেটে হত্যা করেছেন স্বামী শাহিন মিয়া।  

মঙ্গলবার রাতে বগুড়া নগরীর শাকপালা দিঘীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। 

নূর জাহান দুপচাচিয়া উপজেলার কোছাট্টি গ্রামের সাবাজ সাকিদারের মেয়ে।

বাসার মালিক আব্দুস সাত্তার জানান, এক সপ্তাহ আগে তারা বাসা ভাড়া নেন। এখনো বাসা ভাড়ার কোনো কাগজপত্র তৈরি করা হয়নি। স্বামীর নাম শাহীন ছাড়া আর কিছু জানা নেই।

তবে তিনি মেডিক্যাল কলেজ হাসপাতালের চতুর্থ তলার মেডিসিন ওয়ার্ডের ওয়ার্ডবয় বলে জানা গেছে। স্বামী-স্ত্রীর কলহের জের ধরে স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে গলা কেটে হত্যা করেছে বলে জানা গেছে।

কৈগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ হরিদাস জানান, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে শাকপালা গ্রামে ভাড়াবাসার শয়নকক্ষের বিছানার ওপর গলা কাটা অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাাঠানো হয়েছে।

কলহের জের ধরে স্বামী তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। ঘাতক স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Bootstrap Image Preview