Bootstrap Image Preview
ঢাকা, ১৪ সোমবার, জুলাই ২০২৫ | ২৯ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪৭ PM
আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪৭ PM

bdmorning Image Preview


কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। ঝড়ো বাতাসের কারণে পদ্মা উত্তাল হয়ে ওঠায় দুর্ঘটনা এড়াতে আজ  বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এসব নৌযান চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বিআইডাব্লিউটিসি'র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাট সূত্র জানায়, বৈরী আবহাওয়ার কারণে পদ্মানদী উত্তাল হয়ে উঠেছে। মাঝ পদ্মায় রয়েছে প্রচণ্ড ঢেউ। এ অবস্থায় লঞ্চ-স্পিডবোট চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ কারণে দুপুর থেকে বন্ধ রাখা হয়েছে লঞ্চ ও স্পিডবোট।

বিআইডাব্লিউটিএ'র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ঝড়ো বাতাসে পদ্মা উত্তাল হওয়ায় লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। তবে ফেরি চলছে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় চলাচল শুরু করবে লঞ্চ ও স্পিডবোট।

Bootstrap Image Preview