Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নোবিপ্রবিতে আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৮ PM
আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ আবদুস সালাম হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদের দুগ্রুপের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে ২০ জন।

জানা যায়, গতকাল রবিবার ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রবীন ও ধ্রব সমর্থিতদের মধ্যে হলে ছাত্র উঠানো নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে হলের ৭-৮টি রুম ভাঙচুর করা হয়। সংঘর্ষে উভয় গ্রুপের ২০ জন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নোবিপ্রবি ছাত্রলীগ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে নতুন হলে ছাত্রদের উঠানো এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি রবিন ইসলাম বলেন, ছোট-খাটো বিষয় নিয়ে ছোট ভাইয়েরা একটু হাতাহাতি করেছিল পরে মিমাংসা করে দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দিদার-উল-আলম বলেন, বিষয়টি শুনেছি।তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

সুধারাম মডেল থানার ওসি নবীর হোসেন জানান, ছাত্রদের দুগ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে নোবিপ্রবি ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Bootstrap Image Preview