Bootstrap Image Preview
ঢাকা, ১৪ সোমবার, জুলাই ২০২৫ | ৩০ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিয়ের প্রলোভন দেখিয়ে নিয়মিত ধর্ষণ, যুবক গ্রেপ্তার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০২:৩৫ PM
আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০২:৩৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


কুমিল্লার হোমনা উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে (১৫) নিয়মিত ধর্ষণের অভিযোগে শামীম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল সোমবার তাকে গ্রেপ্তার করা হয়। শামীম (২০) উপজেলার শ্রীমদ্দি গ্রামের আব্দুল লতিফের ছেলে। তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে নেওয়া হয়।

ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

মেয়েটির বাবা জানান, শামীম বেশ কয়েকদিন ধরেই তার মেয়েকে নানাভাবে উত্যক্ত করছিল। ‍কিন্তু দুজনের মধ্যে কোনোভাবে সম্পর্ক শুরু হয়। মুঠোফোনে মেসেজের মাধ্যমে তাদের যোগাযোগ হতো।

তিনি জানতে পেরেছিলেন, রাতে তারা ঘুমিয়ে পড়লে শামীম তাদের ঘরে বাইরে মেয়েকে ডেকে নিয়ে নিয়মিত ধর্ষণ করতো।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, শামীম বিবাহিত। গত ছয় মাস আগে বিয়ের বিষয়টি গোপন রেখে ভুক্তভোগীকে প্রেমের প্রস্তাব দেয়। রাজী না হওয়ায় বিভিন্ন কৌশলে দীর্ঘদিনের চেষ্টায় তাকে রাজি করায়।

এ সময় বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে একাধিকবার ধর্ষণ করে। গত রোববার রাতেও কিশোরীকে বাড়ির পেছনে নিয়ে একটি ঝোঁপের ভেতর ধর্ষণ করে সে।

এ সময় স্থানীয়রা ঘটনাটি দেখে ফেলে দুজনকে অন্তরঙ্গ অবস্থায় আটক করে পুলিশে খবর দেয়। হোমনা থানার উপপরিদর্শক (এসআই) অহেদ মুরাদ সঙ্গীয় দল তাদের নগ্ন অবস্থায় আটক করে। পরে তাদের থানায় নিয়ে যায়।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Bootstrap Image Preview