Bootstrap Image Preview
ঢাকা, ১৪ সোমবার, জুলাই ২০২৫ | ৩০ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চাকরির সাক্ষাৎকার দিতে গিয়ে গণধর্ষণ: ফাহিমের দ্বিতীয় দফা রিমান্ড নামঞ্জুর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৬ PM
আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৬ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


চাকরির সাক্ষাৎকার দিতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী, এমন অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে। 

গত মঙ্গলবার ঢাকার শ্যামলী এলাকায় এ ঘটনা ঘটে।

ইন্টারভিউ দিতে এসে তরুণীর গণধর্ষণের মামলায় গ্রেপ্তার ফাহিম আহমেদ ফয়েকের দ্বিতীয় দফা রিমান্ড আবেদন নামঞ্জুর করেছে আদালত।

একই সঙ্গে আগামী কার্যদিবসের মধ্যে যেকোনো একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন।

সোমবার তিন দিনের রিমান্ড শেষে আবার পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলে ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমান এ নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ আবুল কালাম আজাদ এ রিমান্ডের আবেদন করেন। গত ২৯ আগস্ট এ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

গত ২৭ আগস্ট বিকালে ওই তরুণী শ্যামলী মেইন রোডের ৩৫/১/বি নং বাড়ির পঞ্চম তলায় যান। তখন ফাহিম আহমেদ মেয়েটিকে একটি চেয়ারে বসতে দেন এবং চাকরির বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। এক পর্যায়ে তাকে সিগারেট ও ওয়াইন অফার করেন। ভিকটিম তা না খাওয়ায় আসামি তাকে কোকোকোলার সঙ্গে রেড ওয়াইন মিশিয়ে ছলচাতুরি করে খাওয়ান।

পরে ভিকটিম শারীরিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। প্রথমে ফাহিম আহমেদ ও পরে নাহিদ পাটোয়ারী তাকে পালাক্রমে ধর্ষণ করেন। ভিকটিম অচেতন হয়ে পড়লে আসামিরা তার চোখে-মুখে পানি দিলে জ্ঞান ফিরে আসে।

এরপর ভিকটিম অনেক অনুনয়, বিনয় করে বাসায় ফিরে আসেন। এরপর ভিকটিম থানায় মামলা দায়ের করেন। মামলাটিতে নাহিদকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

Bootstrap Image Preview