Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, অক্টোবার ২০২৫ | ১৯ আশ্বিন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আবহাওয়া নিয়ে বাংলাদেশে জন্য ভয়ঙ্কর দুঃসংবাদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:০৯ PM
আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:০৯ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


চলতি বছরের জুলাই মাসে বাংলাদেশের বেশ কিছু এলাকা পানির নিচে তলিয়ে যায়। এরপর বন্যা পরিস্থিতির উন্নতি হলেও চলতি মাসে ফের বন্যার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। 

বাংলাদেশ নিয়ে এবার ভয়ঙ্কর আবহাওয়ার পূর্বাভাষ জানালেন মার্কিন গবেষক জয়েস জে চেন। তিনি বলেন, চলতি শতাব্দীর শেষে, বাংলাদেশের উপকূল বরাবর সমুদ্র পৃষ্ঠের উচ্চতা দেড় মিটার বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সময়ে উপকূলে অস্থিরতা চরম আকার ধারণ করবে।

ভয়ঙ্কর ঝড় এবং অস্বাভাবিক উচ্চতার জোয়ার তথা জলোচ্ছ্বাস এখন বাংলাদেশে প্রতি দশকে একবার করে আঘাত হানছে। ২১০০ সালের মধ্যে সেটা প্রতি বছর ৩ থেকে ১৫ বার নিয়মিত আঘাত হানার আশঙ্কা রয়েছে।

যুক্তরাষ্ট্রের দ্য ওহাইও স্টেট ইউনিভার্সিটির কৃষি, পরিবেশ এবং উন্নয়ন অর্থনীতি বিভাগের সহযোগী ওই অধ্যাপকের উদ্ধৃত করে সোমবার এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে এ আশঙ্কার কথা বলা হয়।

Bootstrap Image Preview