Bootstrap Image Preview
ঢাকা, ১৪ সোমবার, জুলাই ২০২৫ | ৩০ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আসামের এনআরসি তালিকায় একজন বাংলাদেশিও নেই: পররাষ্ট্রমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৩ PM
আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আসামের জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) তালিকায় একজন বাংলাদেশিও  নেই। এটি ভারতের অভ্যন্তরীণ ব্যাপার এ নিয়ে কোনো সমস্যা হবে না। এখন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো। কেউ আর ভারতে যাবেন না। বললেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন। 

রোববার ঢাকা ক্লাবে শেখ কামাল মেমোরিয়াল সার্ক স্নুকার চ্যাম্পিয়নশিপ-১৯ এর উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৪৭, ১৯৭১ এবং ১৯৭৫-এর পর কোনো বাংলাদেশি ভারতে যাননি। আর সেসময় যারা গেছেন তারাও একটি বিশেষ কারণে গেছেন।

সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এসে বলে গেছেন, এনআরসি ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। এ নিয়ে কোনো সমস্যা হবে না।

পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেন, এনআরসি নিয়ে আমরা কোনো পদক্ষেপ নেব না। শুধু পর্যবেক্ষণ করব। কি হচ্ছে এটা দেখব।

সীমান্ত এলাকার নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি দেশ তার বর্ডারে নিরাপত্তা জোরদার রাখে। আমরাও নিরাপত্তা জোরদার করেছি। 

Bootstrap Image Preview