Bootstrap Image Preview
ঢাকা, ০১ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিয়ের পরের দিন যুবকের ফোনে স্ত্রীকে ধর্ষণের ভিডিও!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৮ AM
আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৮ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


অনেক স্বপ্ন নিয়ে এক তরুণীকে বিয়ে করেছিলেন। চেয়েছিলেন সুখে-শান্তিতে সংসার করবেন। কিন্তু বিয়ের রাত না পেরোতেই সেই স্বপ্ন ভেঙে যায় স্বামীর। 

বিয়ের কিছুদিন আগে ওই তরুণীকে ধর্ষণ করেছিলেন এক যুবক। আর সেই ঘটনার ভিডিও করে রেখেছিল তিনি। তার বিয়ের পর সেই ভিডিও পাঠিয়ে দেন স্বামীর মুঠোফোনে, যার ফলে বিয়ে হতে না হতেই ঘরছাড়া হতে হয় ওই নববধূকে।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভারতের উত্তর প্রদেশের বরেলিতে ঘটেছে এ ঘটনা। 

জানা গেছে, বিয়ের কিছুদিন আগেই ওই তরুণী তার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন। সেখানেই ওই বন্ধুর ভাই চায়ের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে অজ্ঞান অবস্থায় তাকে ধর্ষণ করেন।

এমনকি ধর্ষণ করার সময় ভিডিও ধারণ করে রাখেন মোবাইলে। এরপর ওই তরুণীর বিয়ে হয় অন্য এক যুবকের সঙ্গে। আর বিয়ের পরদিনই সেই নতুন স্বামীর কাছে ধর্ষণের ভিডিও পাঠিয়ে দেন ওই যুবক। আর তা দেখার পরই তরুণীকে বাড়ি থেকে বের করে দেন স্বামী।

বিষয়টি নিয়ে ওই নারী থানায় অভিযোগ জানালে ওই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিযুক্ত ওই ব্যক্তিকে বকাঝকা করেই ছেড়ে দেন। কিন্তু তাতেও দমে যাননি ওই নারী।

এরপর বিষয়টি তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানান। এরপরই উপযুক্ত ধারায় ওই যুবকরে বিরুদ্ধে থানায় মামলা হয়।

Bootstrap Image Preview