রাজধানীর বাংলামোটর এলাকায় বাসচাপায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্মকর্তা কৃষ্ণা রানী চৌধুরীর পা হারানোর ঘটনায় প্রধান আসামি ট্রাস্ট পরিবহনের চালক মোরশেদকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গতকাল রবিবার রাত ১২টার দিকে মিরপুরের কাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পিবিআইয়ের এসআই মো. আলামিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,গতকাল রাতে গোপন সংবাদে মোরশেদকে মিরপুরের কাজীপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে পিবিআই, ঢাকা মেট্রো (উত্তর)।
এর আগে গত ২৭ আগস্ট বাংলামোটর এলাকায় ফুটপাত দিয়ে যাওয়ার সময় ট্রাস্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় দুই পা হারান কৃষ্ণা রায়। তিনি বিআইডব্লিউটিসির হিসাব বিভাগের কর্মকর্তা।
এ ঘটনার পরদিন রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে আসামি করা হয়েছে বাস মালিক, চালক ও হেলপারকে।
এর আগে কৃষ্ণা রানীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের মালিক সমিতির প্রতিনিধিরা। কৃষ্ণা রানীকে তারা পা হারানোর ক্ষতিপূরণ বাবদ ২ লাখ টাকা ও চিকিৎসার খরচও দিতে চেয়েছিলেন; কিন্তু কৃষ্ণার পরিবার এবং তার অফিস কর্তৃপক্ষ এ প্রস্তাব প্রত্যাখান করেছে।