Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বৃহস্পতিবার, জুলাই ২০২৫ | ১ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারতে বিটিভির সম্প্রচার শুরু আজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫৫ AM
আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫৫ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ভারতে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সম্প্রচার শুরু হচ্ছে আজ থেকে। তথ্যমন্ত্রী হাছান মাহ্মুদ এই সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন করবেন।  

ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন দূরদর্শনের ডিটিএইচ প্ল্যাটফরমের (ডি ডি ফ্রি ডিশ) মাধ্যমে বিটিভির এই সম্প্রচার চলবে। গতকাল সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

এ উপলক্ষে আজ বেলা ৩টায় রাজধানীর রামপুরায় বিটিভি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

তথ্য সচিব আবদুল মালেক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।

 

Bootstrap Image Preview