এবার ট্রেনের টয়লেটে মিললো সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের লাশ। রোববার সকালে খানখানাপুর রেলওয়ে স্টেশনে রাজবাড়ী থেকে ছেড়ে যাওয়া ফরিদপুর এক্সপ্রেস-১ ট্রেনের বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
রাজবাড়ী রেলওয়ে থানার (জিআরপি) এসআই মনিরুজ্জামান জানান, সকালে রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া ফরিদপুর এক্সপ্রেস-১ ট্রেনের বাথরুম থেকে ৫/৬ মাসের এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য সেই মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে কোনো প্রসূতি ডাক্তার দেখানোর জন্য ফরিদপুর যাচ্ছিলেন। হঠাৎ ট্রেনের মধ্যে ব্যথা ওঠায় বাথরুমে গেলে সেখানেই সন্তান প্রসব করেন তিনি। তবে ওই নারীর পরিচয় জানা যায়নি।
এর আগে রাজধানীতে কুকুরের মুখ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) নার্সিং ক্যান্টিনের সামনে থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ওই নবজাতকের মাথা ও হাড় সম্বলিত মরদেহটি কুকুর টেনে এনে ঢামেক নার্সিং ক্যান্টিনের সামনে ফেলে যায়।
এ বিষয়ে শাহবাগ থানার ওসি আবুল হোসেন জানান, রাত পৌনে ১১টার দিকে ঢামেক হাসপাতালের নার্সিং ক্যান্টিনের সামনে থেকে ওই নবজাতকের মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।
পুলিশের ওই কর্মকর্তা জানান, একদিনের মৃত নবজাতককে কে বা কারা ফেলে রেখে গেছে। নবজাতকের মাথা ও হাড় সম্বলিত মরদেহটি সম্ভবত কুকুর এখানে টেনে এনেছে এখানে। এ ঘটনার তদন্ত চলছে বলেন তিনি।