Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বৃহস্পতিবার, জুলাই ২০২৫ | ২ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বরিশালে জাল নোটসহ ব্যবসায়ী আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ আগস্ট ২০১৯, ০৭:২৯ PM
আপডেট: ৩০ আগস্ট ২০১৯, ০৭:২৯ PM

bdmorning Image Preview


বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রাম থেকে ৪৪ হাজার টাকার জাল নোটসহ আটক কাঞ্চন হাওলাদারকে (৫৫) কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক ইফতিখার আহমেদ তাকে কারাগারে প্রেরণ করেন। 

আটক কাঞ্চন ওই এলাকার মৃত রহম আলী হাওলাদারের ছেলে। এ ঘটনায় শুক্রবার সকালে র‌্যাবের ডিএডি সাইদুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করে আসামিকে বাবুগঞ্জ থানায় সোপর্দ করেন।

মামলার বাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বাবুগঞ্জের দেহেরগতি গ্রামস্থ কাঞ্চন হাওলাদারের বাড়িতে জাল টাকা ক্রয়/বিক্রয়ের জন্য কিছু লোক অবস্থান করছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে কাঞ্চন হাওলাদার এর বাড়িতে অভিযান চালায় র‌্যাব। র‌্যাবের উপস্থিত টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে আসামিকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম কাঞ্চন হাওলাদার (৫৫), পিতা- মৃত রহম আলী হাওলাদার, সাং- দেহেরগতি, থানা- বাবুগঞ্জ, জেলা- বরিশাল বলে জানায়। ধৃত আসামিকে পালানোর কারণ জিজ্ঞাসাবাদে সে বিভিন্ন ধরনের অসংলগ্ন কথাবার্তা বলে।

ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামি একপর্যায়ে স্বীকার করে সে জাল টাকার ব্যবসা করেন এবং তার হেফাজতে জাল টাকা আছে। আসামি তার স্বীকারোক্তি মতো বসত ঘরের নিজ শয়ন কক্ষের লুকিয়ে রাখা ৪৪টি ১০০০/- টাকার নোট বের করে দেয়।

Bootstrap Image Preview