Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বৃহস্পতিবার, জুলাই ২০২৫ | ২ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজশাহীতে পুলিশকে তরুণীর জুতাপেটা পরে গণধোলাই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ আগস্ট ২০১৯, ০৭:২৮ PM
আপডেট: ৩০ আগস্ট ২০১৯, ০৭:২৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


যে পুলিশের হাতে জনগনের জানমাল রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে, সেই পুলিশই এবার জড়াল যৌন হয়রানিতে! রাজশাহীর গুণধর এই পুলিশ কনস্টেবল হলেন সাব্বির হোসেন (৩০)।

বৃহস্পতিবার রাতে নগরীর লক্ষ্মীপুর কাঁচাবাজার এলাকায় মাতাল অবস্থায় এক তরুণীকে উত্যক্ত করতে গিয়ে জুতাপেটা এবং গণধোলাইয়ের শিকার হন তিনি। খবর পেয়ে আহত ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে রাজপাড়া থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ওই এলাকার এক তরুণীকে উত্ত্যক্ত করছিলেন সাব্বির। এক পর্যায়ে এর প্রতিবাদে জুতা খুলে কনস্টেবল সাব্বিরকে পেটাতে শুরু করেন ওই তরুণী। এ সময় তার সঙ্গে বিভিন্ন সময় উত্ত্যক্তের শিকার আরও কয়েকজন তরুণী যোগ দেন। পরে এলাকাবাসীও এসে গণধোলাই দেয় ওই পুলিশ কনস্টেবলকে। একপর্যায়ে প্রাণ বাঁচাতে বাড়িতে আশ্রয় নিলে এলাকাবাসী বাড়ি ঘেরাও করে রাখে।

দ্রুতই খবর চলে যায় রাজপাড়া থানা পুলিশের কাছে। পরে পুলিশ এসে উত্তেজিত জনতাকে শান্ত করে কনস্টেবল সাব্বিরকে উদ্ধার করে নিয়ে যায়। এলাকাবাসী জানিয়েছে, সাব্বির প্রায়ই মাতাল অবস্থায় নারীদের উত্যক্ত করেন এবং প্রতিবাদ করলে ভয়ভীতি দেখান। গতকাল রাতে ওই তরুণী সাহস করে প্রতিবাদ করায় গণরোষের শিকার হয়েছে সাব্বির। নারীদের এভাবেই প্রতিবাদ করা উচিত বলে মত দেন অনেক এলাকাবাসী।

এদিকে রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলী খান গণমাধ্যমকে জানান, সাব্বির মাদক সেবনের বিষয়টি স্বীকার করে বলেছেন, 'মাঝেমধ্যে একটু আধাটু খান'। তারপরেও তার ডোপ টেস্টের উদ্যোগ নেওয়া হয়েছে। তাকে থানা থেকে রাতেই প্রত্যাহার করে পুলিশ লাইনে নেয়া হয়েছে। আজ শুক্রবার সকাল পর্যন্ত এ ব্যাপারে কোনো মামলা হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Bootstrap Image Preview