Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বৃহস্পতিবার, জুলাই ২০২৫ | ২ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অনৈতিক কর্মকাণ্ড: মা-মেয়েসহ ৬ নারী-পুরুষের কারাদণ্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ আগস্ট ২০১৯, ০৬:১২ PM
আপডেট: ৩০ আগস্ট ২০১৯, ০৬:১২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নারায়ণগঞ্জের রূপগঞ্জে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার দায়ে চার নারীসহ ৬ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (২৯-৮-১৯) রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) তরিকুল ইসলাম এ দণ্ডাদেশ দেন। 

ভোলাব উপ-পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুল ইসলাম জানান, উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন জামাইপাড়া এলাকার রতনের ভাড়াবাড়িতে দীর্ঘদিন ধরে স্থানীয় বেপারীপাড়া এলাকার সেলিম মিয়ার স্ত্রী রেখা বেগম অসামাজিক কার্যকলাপ (পতিতাবৃত্তি) করে আসছিল।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে রেখা বেগম (৪০), রেখার স্বামী সেলিম সিকদার (৪৪) ও তাদের মেয়ে মীম আক্তার (১৮), সিলেটের গোয়াইঘাট উপজেলার আলমনগর এলাকার মনিরের মেয়ে লিপি আক্তার (১৮), কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ভির্নিভাড়া এলাকার সাগরের স্ত্রী আরিফা আক্তার (২২) ও কুড়িগ্রামের কাচারীপাড়া এলাকার সাইফুর রহমানের ছেলে শফিকুল ইসলামকে (২৭) গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের রাতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তারা দোষ স্বীকার করেন। এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। শুক্রবার সকালে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

Bootstrap Image Preview