নাটোরের সিংড়ায় স্বামী-স্ত্রীর কলহের জের ধরে স্বামী মিতুলের পুরুষাঙ্গ কেটে ফেলেছে স্ত্রী কুলসুম বেগম। এ ঘটনায় পুলিশ স্ত্রীকে গ্রেপ্তার করেছে।
বুধবার মধ্যরাতে সিংড়া উপজেলার রামানন্দ খাজুরিয়া ইউনিয়নের তেঘর গ্রামে এ ঘটনা ঘটে। আহত মিতুল (২৮) তেঘর গ্রামের মোবারক হোসেনের ছেলে।
এলাকাবাসী জানায়, সিংড়া উপজেলার বেগুনবাড়ি গ্রামের মখলেছুর রহমানের মেয়ে কুলসুম বেগম (৩২) ও মিতুল ঢাকায় গার্মেন্টসে কাজ করত। সেই সুবাদে দুজনার মধ্যে পরিচয় এবং ৮ মাস পূর্বে তারা গোপনে বিয়ে করে। ঈদের ছুটিতে বাড়িতে এসে কুলসুম স্ত্রীর দাবি করলে মিতুলের বাড়িতে এক সালিসের মাধ্যমে স্বামী-স্ত্রী মেনে নিয়ে সংসার করা শুরু করে। এ বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য লেগেই ছিল। এরই এক পর্যায়ে বুধবার রাতে মিতুল ঘুমিয়ে পড়লে স্ত্রী কুলসুম ধারালো ব্লেড দিয়ে মিতুলের বিশেষ অঙ্গ কর্তন করে। বাড়ির লোকজন আশঙ্কাজনক অবস্থায় মিতুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
এ বিষয়ে সিংড়া থানার ডিউটি অফিসার এসআই পলাশ জানান, স্বামীর লিঙ্গ কর্তনের অভিযোগে স্ত্রী কুলসুমকে গ্রেপ্তার করা হয়েছে। ১৬৪ ধারায় জবানবন্দীর জন্য তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।