Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শুক্রবার, জুলাই ২০২৫ | ৩ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মেয়ের জামিন নিয়ে মুখ খুললেন মিন্নির বাবা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০১৯, ০৬:৫১ PM
আপডেট: ২৯ আগস্ট ২০১৯, ০৬:৫১ PM

bdmorning Image Preview


বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। মেয়ের জামিনের পর সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বলেন, ‘আমার মেয়ের বিরুদ্ধে যড়যন্ত্র হয়েছে, এটা বুঝতে পেরেছেন বিচারকমণ্ডলী।’

আজ বৃহস্পতিবার দুপুরে মিন্নির জামিনের আদেশের পর গণমাধ্যমকে এ কথা বলেন মোজাম্মেল হোসেন।

তবে জামিনে মুক্ত হওয়ার পর মিন্নিকে গণমাধ্যমের সঙ্গে কথা বলায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মেয়ের জামিন বিষয়ে জানতে চাইলে মোজাম্মেল হোসেন কিশোর বলেন, ‘আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ।বিচারকমণ্ডলীর কাছেও কৃতজ্ঞ। তাদের সুচিন্তিত রায়ের মাধ্যমে জামিন পেয়েছে। আমার মেয়ের বিরুদ্ধে যড়যন্ত্র হয়েছে, এটা বুঝতে পেরেছেন বিচারকমণ্ডলী।’

সাংবাদিকদের প্রতি কতৃজ্ঞতা প্রকাশ করে মিন্নির বাবা বলেন, ‘আমার সাংবাদিক ভাইয়েরা, আইনশৃঙ্খলা বাহিনীর যারা ছিল, আইনজীবী ভাইয়েরা, যাদের অক্লান্ত চেষ্টায় আমার মেয়ের জামিন নেওয়া আমার পক্ষে সম্ভব হয়েছে। তাদের জন্য আমি দীর্ঘায়ু কামনা করি।’

এদিকে মিন্নিকে গণমাধ্যমের সঙ্গে কথা বলায় নিষেধাজ্ঞাকে ভালোভাবেই দেখছেন মিন্নির বাবা। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ, এটা ভালো। কথা যত কম বলবে ততই ভালো।’

তবে নিজেও গণমাধ্যমের সঙ্গে কম কথা বলবেন বলেও জানান মোজাম্মেল হোসেন কিশোর। তিনি বলেন, ‘আমিও কম কথা বলব। আমার কথা যেন কারও বিরক্তির কারণ না হয়।’

আদালতে মিন্নির জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। তার সঙ্গে ছিলেন আইনজীবী মশিউর রহমান ও মাক্কিয়া ফাতেমা ইসলাম। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো.সারোয়ার হোসেন বাপ্পী।

মিন্নির ১৬৪ ধারায় জবানবন্দি যে প্রকারে নেওয়া হয়েছে এবং যেভাবে তাকে জিজ্ঞাসাবাদ করেছে সব দিক বিবেচনা করে আজকে রুল অ্যাবসুলিউট অর্থাৎ জামিন মঞ্জুর করেছেন আদালত।

আদালত বলেছেন, মিন্নির প্রতি একটাই নির্দেশ, তিনি তার বাবার জিম্মায় থাকবেন এবং মিডিয়ার সামনে কোনো বক্তব্য দিতে পারবেন না।তবে জামিনের অপব্যবহার করলে তার জামিন বাতিল করা হবে।

Bootstrap Image Preview