Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বৃহস্পতিবার, জুলাই ২০২৫ | ২ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কবুতর খামার দেখতে যাওয়ায় ২ শিক্ষার্থীকে মারধর, নির্যাতনকারীকে পেটাল ক্ষুব্ধ জনতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০১৯, ০৬:৩৭ PM
আপডেট: ২৯ আগস্ট ২০১৯, ০৬:৩৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা খাসেরহাট উচ্চ বিদ্যালয়ের ২ শিক্ষার্থীকে বেঁধে মারধর করার জের ধরে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে নির্যাতনকারী জসিম উদ্দিন এর মালিকানাধীন বিলাস টাওয়ার অবরোধ করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ উল্লাহ ও চর জব্বার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জসিম উদ্দিনকে আটক করে। এ সময় জসিম উদ্দিন বিক্ষুদ্ধ জনতার হাতে প্রহৃত হয়।   আহত দুই ছাত্র শ্রাবন দাস ও প্রান্ত দাস। তারা ওই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

চরবাটা খাসেরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাফেজ আহমদ জানান, সকাল ১০টায় অষ্টম শ্রেণির দুই শিক্ষার্থী শ্রাবণ দাস ও প্রান্ত দাসসহ ৪ শিক্ষার্থী খাসের বাজারের বিলাস টাওয়ারে অবস্থিত এক্সিম ব্যাংকে তাদের পারিবারিক বিদ্যুৎ বিল পরিশোধ করতে যায়। বিলাস টাওয়ারের চতুর্থ তলা ভবনের ছাদে ভবন মালিক জসিম উদ্দিনের কবুতর খামার রয়েছে। বিদ্যুৎ বিল পরিশোধ শেষে ৪ বন্ধু কৌতুহলবশত ছাদের কবুতর খামার দেখতে যায়। এ সময় ভবন মালিক জসিম উদ্দিন শ্রাবণ দাস ও প্রান্ত দাসকে ধরে ফেলে এবং তাদের বেঁধে মারধর করে। এ সময় কৌশলে অপর ২ শিক্ষার্থী পালিয়ে গিয়ে ঘটনাটি শিক্ষক ও শিক্ষার্থীদের জানায়। এ খবর শুনে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিলসহ বিলাস টাওয়ার অবরোধ করে। শিক্ষার্থীদের সাথে স্থানীয়রা যোগ দেয়। 

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম ইবনুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) ও চর জব্বার থানা পুলিশ ঘটনাস্থলে আসে। এ সময় জসিম উদ্দিনও বিক্ষুদ্ধ জনতার হাতে প্রহৃত হয়। পরে এ ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে, শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, জসিম উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় এ রিপোর্ট পর্যন্ত মামলা হয়নি, মামলা দিলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

সুবর্ণচর উপজেলার নির্বাহী কর্মকর্তা এ এস এম ইবনুল হাসান ইভান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চরবাটা খাসেরহাট উচ্চ বিদ্যালয়ের ২ শিক্ষার্থীকে মারধর করার অভিযোগে জসিম উদ্দিনকে আটক করে থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষকে মামলা দিতে বলা হয়েছে।

Bootstrap Image Preview