জার্মানির ডুসেল্ডর্ফ শহরে তিন দিনব্যাপী ‘আন্তর্জাতিক মেয়র’স কনফারেন্সে অংশগ্রহণ করতে ঢাকা ছেড়েছেন মেয়র আতিক।
বৃহস্পতিবার (২৯-৮-১৯) সকাল ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
ডিএনসিসি সূত্র জানিয়েছে, জার্মানির ডুসেল্ডর্ফ শহরে ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ‘আন্তর্জাতিক মেয়র’স কনফারেন্সে অংশগ্রহণ করবেন আতিকুল ইসলাম। বিভিন্ন দেশের ৪২টি শহরের মেয়ররা এ কনফারেন্সে অংশগ্রহণ করবেন।
এতে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, মন্ত্রীসহ উচ্চপদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করবেন।
মেয়র আতিকুল ইসলাম শহরকে কীভাবে আরও স্বাস্থ্যসম্মত করা যায়, বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক মানুষের জন্য পার্ক, খেলার মাঠ উন্নয়ন ও সবুজায়নের মাধ্যমে কার্বন নিঃসরণ কমিয়ে স্বাস্থ্যসম্মত নগরী বিনির্মাণ ইত্যাদি বিষয়ে কথা বলবেন বলে ডিএনসিসি সূত্রে জানানো হয়েছে।