Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শুক্রবার, জুলাই ২০২৫ | ২ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার শুরু অক্টোবরে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০১৯, ০৩:৪১ PM
আপডেট: ২৮ আগস্ট ২০১৯, ০৩:৪১ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


চলতি বছরের ১ অক্টোবর থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দেশের সব টিভি চ্যানেল সম্প্রচার করা হবে। বুধবার বেসরকারি টিভি মালিকদের সংগঠন অ্যাটকো এ তথ্য জানিয়েছেন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে আনুষ্ঠানিক সম্প্রচারের উদ্বোধন করবেন।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত সভায় বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে খুব শিগগিরই দেশের সব টিভি চ্যানেল সম্প্রচারের সিদ্ধান্তের কথা জানায় অ্যাটকো।

এছাড়াও শুধুমাত্র বিজ্ঞাপনের ওপর চাপ কমাতে সব চ্যানেলকে পে চ্যানেলে পরিণত করা ও ক্লিন ফিডসহ এ খাতের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা হয়।

Bootstrap Image Preview