Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শুক্রবার, জুলাই ২০২৫ | ২ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বঙ্গবন্ধুর খুনীদের নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০১৯, ০২:৩৪ PM
আপডেট: ২৮ আগস্ট ২০১৯, ০২:৩৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনীদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিদেশে যাওয়ার সুযোগ করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

বুধবার (২৮-৮-১৯) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ১৫ আগস্টের শোক দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আগস্ট মাস আসলেই বিএনপি দিশেহারা হয়ে যায়। তবে তারা যতই দায় এড়ানোর চেষ্টা করুক না কেন-জনতার আদালতে প্রমাণ হয়ে গেছে ১৫ ও ২১ আগস্টের হোতা বিএনপি।’

তিনি বলেন, ‘পঁচাত্তরে ইয়ার লতিফ ছিল, মীর জাফর আলী খান ছিল, সেনাপতি রায় দুর্লভ ছিল। পঁচাত্তরে পলাশীর ষড়যন্ত্রের পুনরাবৃত্তি ঘটেছিল।

ওবাযদুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুর রক্তে ভিজে আছে বাংলার মাটি। অনুমতি দেওয়া হয়েছিল বন্দুক ঘেরা পরিবেশে টুঙ্গিপাড়া গ্রামে তার জানাজা পড়তে। ইতিহাসের মহানায়ক, ৫৭০ সাবান জুটেছিল তার দাফনে। মাটিচাপা দিয়েছিল তারা।

জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনীদের বিদেশে যাওয়ার সুযোগ করে দিয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘মনে করেছিল এই মুজিবকে বাংলাদেশ ভুলে যাবে। সেই খুনীদের তারা নিরাপদে বিদেশে যাওয়ার সুযোগ করে দিল, কে? তিনি সেনাপতি রায় দুর্লভ, সেনাপতি ইয়ার লতিফের প্রেতাত্মা সেনাপতি জিয়াউর রহমান।

রাজনীতিতে ষড়যন্ত্রের পথ বেছে নেওয়া ছাড়া বিএনপির আর কোনো পথ খোলা নাই। তারা সবক্ষেত্রে ব্যর্থ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে বিদেশি কিছু এনজিওর সঙ্গে ষড়যন্ত্র করেছে বিএনপি। এটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বাংলাদেশকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে।’

Bootstrap Image Preview