ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজ দুপুর পর্যন্ত গত ১২ ঘন্টায় সারাদেশে হাসপাতালে ভর্তি হয়েছে ১,১৫৭ জন। মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়েছিলো ১,২৯৯ জন।
এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে- আজ আগের দিনের চেয়ে কিছুটা ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমছে।
ধারণা করা হচ্ছে আগামী সেপ্টেম্বর থেকে বৃষ্টির পরিমাণ কমলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও ধীরে ধীরে কমতে থাকবে। তা সত্ত্বেও ডেঙ্গু এখন থেকে সারা বছরের রোগ হিসেবে থেকে যেতে পারে বলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা হুঁশিয়ার করে দিয়েছেন।