Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শুক্রবার, জুলাই ২০২৫ | ৩ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

উপজাতি কিশোরীর ইসলাম ধর্ম গ্রহণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০১৯, ১২:২২ PM
আপডেট: ২৮ আগস্ট ২০১৯, ১২:২২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


'প্রেম চিনে না জাত-পাত আর পেটে চিনে না ভাত অভাত' এই প্রবাদটি আবারও সত্যি হলো নাইক্ষ্যংছড়ির তরুণী ও কক্সবাজারের রামুর তরুণের মধ্যে। দীর্ঘ এক বছর প্রেম করার পরে তাদের প্রেমের সফল সমাপ্তি ঘটে। বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ওই উপজাতি কিশোরী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। 

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকালে পারিবারিকভাবে পাহাড়ি-বাঙালি এই নবদম্পতিদের আনুষ্ঠানিকভাবে মেনে নেওয়া হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট কক্সবাজার নোটারি পাবলিকের কার্যালয়ে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার অংথোয়াই হ্লার মেয়ে উমে মারমা (কারিশমা) মহানবী হযরত মুহাম্মদ (স.) এর আদর্শে অনুপ্রাণিত হয়ে পবিত্র কালেমা পাঠ করে রামু উপজেলার কচ্ছপিয়া এলাকার স্থানীয় একজন মাওলানার মাধ্যমে মৌখিকভাবে বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

জানা যায়, ধর্মান্তরিত হওয়া তরুণীটির বর্তমান নাম আয়েশা ছিদ্দিকা। তাদের এই হলফনামাটি সম্পন্ন করেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম এবং ধর্মান্তরিত আয়েশা ছিদ্দিকার দস্তখতটি সনাক্ত করেন অ্যাডভোকেট বিভূতি ভূষণ শর্মা।

ইসলাম ধর্ম গ্রহণকারী আয়েশা ছিদ্দিকা বলেন, সকল ধর্মের মধ্যে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। তাই আমি কারও বিনা প্ররোচনায়, স্বেচ্ছায় হলফনামার মাধ্যমে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছি।

তিনি আরও বলেন, গত ২০ আগস্ট কক্সবাজারের রামু উপজেলার বালুবাসা গ্রামের নুরুল্লাহর সাথে ইসলামের শরিয়তের বিধান মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে।

Bootstrap Image Preview