রাজধানীর বাংলামোটরে ট্রাস্ট পরিবহনের একটি বাসের ধাক্কায় এক নারীর বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
মঙ্গলবার (২৭-৮-১৯) বিকেলে অফিস থেকে ফুটপাত দিয়ে হেঁটে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনার কবলে পড়েন বিআইডব্লিউটিসি’র সহকারী ব্যবস্থাপক (অর্থ বিভাগ) কৃষ্ণা রায় চৌধুরী।
দুর্ঘটনার পর আহত কৃষ্ণা রায়কে উদ্ধার করে প্রথমে হলি ফ্যামিলি’র রেড ক্রিসেন্ট হাসপাতালে এবং পরে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। এখন সেখানেই তার চিকিৎসা চলছে।
রাজধানীর হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
খায়রুল ইসলাম জানান, ফুটপাত দিয়ে চলার সময় ওই নারীকে ধাক্কা দেয় বাসটি। এতে তিনি বাসটির সামনে ছিঁটকে পড়েন। ঘটনার পর ট্রাফিক পুলিশের সহায়তায় ওই বাসটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে চালক বা চালকের সহকারীকে আটক করা যায়নি।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আহত ওই নারীর স্বামীর নাম রাজ্যেশ্বর চৌধুরী। তিনি তার স্ত্রীকে নিয়ে পঙ্গু হাসপাতালে আছেন। তাদের সঙ্গে পুলিশের কথা হয়েছে। আর বাসচালক ও সহকারীরে খোঁজা হচ্ছে।