জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের শূন্য আসন থেকে রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এসএম ইয়াসিরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এরিক এরশাদ।
মঙ্গলবার (২৭-৮-১৯) জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় থেকে এ ফরম সংগ্রহ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব হাসিবুল ইসলাম জয়, হাফিজ আহমেদ ছুট্টুসহ পার্টির বিপুলসংখ্যক নেতাকর্মী।
জাতীয় পার্টির দফতর সূত্রে জানা গেছে, রোববার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হলেও মঙ্গলবার পর্যন্ত মাত্র একটি ফরম বিক্রি হয়েছে।
প্রসঙ্গত, গত ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সিএমএইচে ইন্তেকাল করেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রংপুর-৩ শূন্য আসনে অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে।