Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শুক্রবার, জুলাই ২০২৫ | ৩ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গেন্ডারিয়ায় সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০১৯, ০১:২৯ PM
আপডেট: ২৭ আগস্ট ২০১৯, ০১:২৯ PM

bdmorning Image Preview


রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগে জান্নাত (১) নামে এক শিশুকে বিষপান করিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন তার মা। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে ওয়ারী থানাধীন স্বামীবাগ শক্তিগেট মিনি কমপ্লেক্স সংলগ্ন একটি বাসায় এ ঘটনা ঘটে।

ওই শিশুটির মায়ের নাম সোনিয়া বেগম (২৫)। তিনি খুলনার রূপসা উপজেলার আইজগতি গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী। তারা বর্তমানে রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন।

সোনিয়ার স্বামী আনোয়ার হোসেন বলেন, পারিবারিক কলহের জেরে মেয়েকে নিয়ে নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করে সোনিয়া। এসময় অচেতন অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশু জান্নাতকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে সোনিয়া হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছে বলেও জানান আনোয়ার হোসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Bootstrap Image Preview