Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শুক্রবার, জুলাই ২০২৫ | ৩ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঢামেকে ডেঙ্গু আক্রান্ত আরও এক নারীর মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০১৯, ১২:১৩ PM
আপডেট: ২৭ আগস্ট ২০১৯, ১২:১৩ PM

bdmorning Image Preview


ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও এক রোগীর মৃত্যু হয়েছে। তার নাম হেনা বেগম (৪৫)।

সোমবার বিকালে ঢামেকে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। এ নিয়ে ঢামেক হাসপাতালে এ পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হলো।

হেনা রাজধানীর শ্যামপুর থানার পালপাড়া এলাকায় ফিরোজ আহমেদের স্ত্রী।

মৃত হেনার ভাই মো. সুমন জানান, হেনা তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন। তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে সোমবার সকালে বোনকে ঢামেকে স্থানান্তর করা হয়।

এর পর তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানে চিকিৎসাধীন থেকে আমার বোন মারা যান।

ঢামেকে এ পর্যন্ত ৩৪ রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে জুনে একজন, বাকি ৩৩ জন জুলাই ও আগস্টে।

Bootstrap Image Preview