সৌদি আরব থেকে দেশে ফিরলেন ৪৫ জন নারী। সে দেশে গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়ে নানাভাবে নির্যাতনের শিকার হন তারা।
সোমবার (২৬-০৮-২০১৯) বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছেন এসব নারী। বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক এসব তথ্য নিশ্চিত করে।
সূত্র জানায়, নিয়োগকর্তা কর্তৃক নির্যাতনের শিকার হয়ে এসব নারী সৌদিতে ইমিগ্রেশন ক্যাম্প ও বাংলাদেশ দূতাবাসের সেইফ হোমে আশ্রয় নিয়েছিলেন।
জানা যায়, আরও ৬৪ নারী আজ রাতে ফিরবেন। রাত ১১টা ২০ মিনিটে আমিরাত এয়ারওয়েজের একটি বিমানযোগে দেশে ফেরার কথা রয়েছে তাদের।