ফরিদপুরের বোয়ালমারীতে বাল্যবিবাহ ঠেকাতে আসা ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেল বরযাত্রী। আর কনের মাকে দিতে হলো নগদ ১০ হাজার টাকা জরিমানা।
সোমবার (২৬-০৮-২০১৯) দুপুরে উপজেলার রূপাপাত ইউনিয়নের কলিমাঝি গ্রামে এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মৃত শাহাদৎ মল্লিকের মেয়ে ও স্থানীয় একটি কওমি মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী রুমার (১৬) বিয়ে ঠিক হয়েছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাকিলা বিনতে মতিন বিয়ে বাড়িতে গিয়ে হাজির হন।
ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বরযাত্রী পালিয়ে যায়। পরে নাবালিকা মেয়ের বিয়ে ঠিক করার দায়ে কনের মা হালিমা বেগমকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না মর্মে কনের মায়ের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) শাকিলা বিনতে মতিন বলেন, ‘কনেপক্ষ একটি জন্ম নিবন্ধন সনদ দেখিয়েছিল যা অনলাইনে খুঁজে পাওয়া যায়নি।’
সনদপত্রটি ভুয়া উল্লেখ করে তিনি আরও বলেন, ‘কনে সাবালিকা প্রমাণিত হয় এমন আর কোনো সনদপত্র পাওয়া যায়নি। তা ছাড়া কনের মা নিজেও স্বীকার করেছেন, তার মেয়ের বয়স ১৮ বছর হয়নি।’