Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শুক্রবার, জুলাই ২০২৫ | ৩ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নাটোরে বাল্যবিবাহ বন্ধ করলো প্রশাসন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ আগস্ট ২০১৯, ০৭:৫৫ PM
আপডেট: ২৬ আগস্ট ২০১৯, ০৭:৫৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নাটোরের লালপুরে ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেছে প্রশাসন। 

স্থানীয় সূত্রে জানা যায়, লালপুর উপজেলার নাগশোষা গ্রামের রফিকুল ইসলামের স্কুল পড়ুয়া মেয়ে জেসমিন আখতারের সোমবার একই উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের রবিউল ইসলামের সাথে বিয়ের আয়োজন চলছিল।

এ খবর পেয়ে লালপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন বর যাত্রী আসার আগেই কনের বাড়িতে এসে বিয়ে বন্ধ করে দেয়। এসময় বাল্যবিয়ে দেওয়ার অপরাধে ২ হাজার টাকা জরিমানা এবং অভিভাবকের কাছ থেকে মুচলেকা নেয়া হয়।

প্রাথমিক সমাপনি পরিক্ষার সার্টিফিকেট অনুয়ায়ী জেসমিনের জন্ম তারিখ ৩ মে ২০০৪ এবং বর্তমানে সে বিলমাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

অভিযানের সত্যতা নিশ্চিত করে সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন সাংবাদিকদের জানান, বাল্যবিবাহ বন্ধ করে অভিভাবকদের কাছে থেকে মুচলেকা নেয়া হয়েছে এবং পুনরায় বাল্যবিবাহের অপচেষ্টা করা হলে কঠোর শাস্তি দেওয়া হবে। জেসমিনকে বাল্যবিবাহের ক্ষতিকর বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করে বাল্যবিবাহ থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়েছে।

Bootstrap Image Preview