নিখোঁজের তিনদিন পর নোয়াখালী বেগমগঞ্জ থেকে ইমরান হোসেন (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ছয়ানী বাজারের একটি পরিত্যক্ত ঘরে মাছের বাক্স থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ইমরান হোসেন ছয়ানী ইউনিয়নের ছোট শরীফপুর গ্রামের শামছুল হকের ছেলে। সে ছয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির ছাত্র ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, গত বৃহস্পতিবার নিজ গ্রাম থেকে ইমরান হোসেন নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর তার সন্ধান না পেয়ে স্বজনরা বিভিন্ন স্থানে প্রচার মাইক বের করেন। পরে রোববার রাতে স্থানীয় ছয়ানী বাজারের একটি পরিত্যক্ত ঘরের মাছের বাক্স থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
ওই শিশুর লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা তাকে হত্যা করে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।