Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শুক্রবার, জুলাই ২০২৫ | ৩ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বউ-শাশুড়ির ঝগড়া দেখে যুবকের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০১৯, ১২:৫৬ PM
আপডেট: ২৫ আগস্ট ২০১৯, ১২:৫৬ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


বিগঞ্জের নবীগঞ্জে বউ-শাশুড়ির ঝগড়া দেখে ‘হার্ট অ্যাটাকে’ সবুর হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৯টার দিকে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

নিহত সবুর হোসেন (২৭) উপজেলার কালিয়ারভাঙা ইউনিয়নের উমরপুর গ্রামের আব্দুল মালেকের পুত্র।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, শনিবার রাতে তুচ্ছ বিষয় নিয়ে নিহত সবুর হোসেনের স্ত্রী সঙ্গে তার মায়ের ঝগড়া শুরু হয়। এ সময় সবুর অনেক চেষ্টার পরও ঝগড়া থামাতে ব্যর্থ হয়। এক পর্যায়ে সে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এর কিছুক্ষণ পরেই সে মারা যায়।

তিনি বলেন, বর্তমানে সবুরের লাশ হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

Bootstrap Image Preview