নওগাঁ জেলা পরিষদ পার্কের আশপাশের অবৈধ স্থাপনা সমূহ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া অভিযান পরিচালনার সময় সময় জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. একে এম ফজলে রাব্বী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো: রফিক, সচিব আব্দুল্লাহ হিল বাকী, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মো: কামরুজ্জামান, পৌরসভার কাউন্সিলর নাজমুল হক মন্টু ও রাশিদুল আলম সাজুসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে পার্কের আশপাশে বেশ কিছু অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। স্থাপনাগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। এছাড়া পার্ক সংলগ্ন পরিত্যক্ত পাবলিক টয়লেট অপসারণ করা হবে বলে জানানো হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ফজলে রাব্বি জানান, পার্কের সৌন্দর্য বর্ধন ও সুদৃশ্য প্রধান ফটক নির্মানসহ অবকাঠামোগত উন্নয়নে শিগগিরিই বেশ কিছু উন্নয়ন কাজ শুরু হবে। এজন্য একটি প্রকল্প তৈরি করা হয়েছে।