Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শুক্রবার, জুলাই ২০২৫ | ৩ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনই হচ্ছে সমাধানের পথ: স্থানীয় সরকারমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ আগস্ট ২০১৯, ০৬:২৬ PM
আপডেট: ২৪ আগস্ট ২০১৯, ০৬:২৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে প্রত্যাবর্তন করাটাই হচ্ছে সমাধানের উত্তম পন্থা বলে জানালেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

শনিবার (২৪ আগস্ট) দুপুরে হবিগঞ্জ সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রী পরিষদ কাজ করে যাচ্ছে। পাশাপাশি জাতিসংঘের পক্ষ থেকেও চেষ্টা করা হচ্ছে।

পরে তিনি হবিগঞ্জ পৌরসভার অর্থায়নে ২ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত কিচেন মার্কেটের উদ্বোধন করেন।

ডেঙ্গু নিয়ন্ত্রণে পুরস্কার গ্রহণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমালোচনা চলছে সে বিষয়ে মন্ত্রী বলেন, কোনো স্মারক তিনি গ্রহণ করেননি। কিন্তু এটি ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের এমপি আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-১ আসনের এমপি শাহ নওয়াজ মিলাদ, জেলা প্রশাসক মাহমদুল কবির মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান প্রমুখ।

 

Bootstrap Image Preview