Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শুক্রবার, জুলাই ২০২৫ | ৩ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যৌতুক না পেয়ে স্ত্রীকে দায়ের কোপ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০১৯, ০৬:২৫ PM
আপডেট: ২৩ আগস্ট ২০১৯, ০৬:২৫ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


লক্ষীপুরের রামগঞ্জ উপজেলায় মাদকাসক্ত এক ব্যক্তি নিজের স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) উপজেলার ভাটরা ইউনিয়নের দক্ষিণ ভাটরা গ্রামে এ ঘটনা ঘটে। ওই ব্যক্তির নাম জাহিদ হোসেন।

জাহিদের স্ত্রী আছমা আক্তারকে গুরুতর জখম অবস্থায় রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন।

জানা গেছে, মাদকাসক্ত জাহিদ ছয় বছর আগে বাউরখাড়া গ্রামের জয়নাল আবেদীন মুন্সীর মেয়েকে বিয়ে করেন। বিয়ের কয়েকমাস পরেই যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর পাশবিক নির্যাতন চালিয়ে আসছেন তিনি।

আছমা আক্তারের বাবা জয়নাল আবেদীন জানান, বিয়ের পরেই জাহিদ তার কাছ থেকে ব্যবসা করার জন্য তিন লাখ টাকা নেন। গত কয়েক মাস ধরে ফের ২ লাখ টাকা দাবি করেন। দাবিকৃত টাকা না দেওয়ায় জাহিদ তার স্ত্রীকে পাশবিক নির্যাতন করে বাবার বাড়িতে পাঠিয়ে দেন। এরই সূত্র ধরেই বৃহস্পতিবার গভীর রাতে জাহিদ তার ভাড়াটে সন্ত্রাসী নিয়ে শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নিহত ভেবে বাড়ির পাশে ফেলে রেখে যায়। সংবাদ পেয়ে প্রতিবেশীরা আছমাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আছমাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করার কথা জানান।

ওই ঘটনায় আছমার বাবা বাদী হয়ে রামগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, অপরাধীকে ধরার চেষ্টা চলছে।

Bootstrap Image Preview