Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, সেপ্টেম্বার ২০২৫ | ৭ আশ্বিন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অপহরণের ২৫ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ আগস্ট ২০১৯, ০২:৪১ PM
আপডেট: ২২ আগস্ট ২০১৯, ০২:৪১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নেত্রকোনার কেন্দুয়া থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে নিখোঁজের ২৫ দিন পর গাজীপুরের টঙ্গী থেকে উদ্ধার করেছে পুলিশ।

কেন্দুয়া থানার ওসি মো. রাশেদুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার রাতে তাকে উদ্ধার করা হয়।

তৃপ্তি উপজেলার আশুজিয়া ইউনিয়নের পাড়া দূর্গাপুর গ্রামের শিরিশ সূত্রধরের মেয়ে। সে উপজেলার আশুজিয়া জে এন সি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

ওসি বলেন, গত ২৬ জুলাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই স্কুলছাত্রীকে অপহরণ করা হয়।এ ঘটনায় মেয়েটির বাবা থানায় মামলা করলে পুলিশ তদন্ত শুরু করে।

পরে তথ্য প্রযুক্তির সাহায্যে টঙ্গী এলাকার একটি বস্তিতে মেয়েটির অবস্থান জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

তিনি বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে ময়মনসিংহের গোরৗপুর এলাকার হান্নান (২২) নামের এক যুবক পালিয়ে যায়।তাকে আটক করতে অভিযান চালানো হচ্ছে।

Bootstrap Image Preview