Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, সেপ্টেম্বার ২০২৫ | ৭ আশ্বিন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রিফাত শরীফ হত্যা মামলা; অভিযোগপত্র দাখিল ৩ সেপ্টেম্বর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ আগস্ট ২০১৯, ১২:১১ PM
আপডেট: ২২ আগস্ট ২০১৯, ১২:১১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বরগুনায় বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় অভিযোগপত্র দাখিল পরবর্তী তারিখ আগামী ৩ সেপ্টেম্বর।

বৃহস্পতিবার (২২ আগস্ট) নির্ধারিত তারিখে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল না করায় মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়।

আজ সকাল ১০টা ২৫ মিনিটে রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ১৫ জনকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। 

আলোচিত এই হত্যা মামলায় এ পর্যন্ত গ্রেফতার হয়েছে ১৫ জন। এজাহারভুক্ত ৪ আসামি এখনও পলাতক। প্রধান আসামি সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়ন বন্ড গত ২ জুলাই পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়। এ মামলায় ১৫ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে কুপিয়ে আহত করা হয়। বরিশাল মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা ১২ জনকে আসামি করে মামলা করেন।

Bootstrap Image Preview