Bootstrap Image Preview
ঢাকা, ২৩ বুধবার, জুলাই ২০২৫ | ৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জুয়া খেলার অভিযোগে সরকারি কর্মকর্তা ও ঠিকাদার আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ আগস্ট ২০১৯, ১১:৫৩ AM
আপডেট: ২২ আগস্ট ২০১৯, ১১:৫৩ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


খালিয়াজুরীতে জুয়া খেলার অভিযোগে মান্নু রায়হান নোমান (৩৮) নামের সরকারি কর্মকর্তা ও এমদাদ হোসেন (৪২) নামের ঠিকাদারকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার ( ২২ আগস্ট) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। বুধবার সন্ধ্যায় খালিয়াজুরীর ইছাপুর বাজারের একটি পরিত্যক্ত ঘর থেকে তাদের আটক করা হয়।

আটক মান্নু রায়হান নোমান নেত্রকোনার মদন উপজেলার মাঘান ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা। তিনি খালিয়াজুরী উপজেলার নূরপুর বোয়ালি গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে। এমদাদ হোসেন মোহনগঞ্জ উপজেলার কমলপুর গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে। তিনি একজন ঠিকাদার।

খালিয়াজুরী থানার এসআই মো. মোহর আলী জানান, ওই দুজনসহ তিনজন মিলে তাস দিয়ে জুয়া খেলছিলেন। গোপনে এ সংবাদ পেয়ে পুলিশি অভিযান চালানোর পর একজন পালিয়ে যান। এ ব্যাপরে মামলা দিয়ে আটকদের আদালতে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview