Bootstrap Image Preview
ঢাকা, ২৩ বুধবার, জুলাই ২০২৫ | ৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ আগস্ট ২০১৯, ১১:০০ AM
আপডেট: ২২ আগস্ট ২০১৯, ১১:০০ AM

bdmorning Image Preview


কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যংয়ে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে দুজন রোহিঙ্গা নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোররাতে হোয়াইক্যংয়ের উলুবনিয়া নাফ নদী পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কুতুপালং রোহিঙ্গা শিবিরের মৃত সৈয়দ হোসেনের ছেলে মো. সাকের (২২) ও টেকনাফের মুচনী রোহিঙ্গা শিবিরের মোহাম্মদ আলীর ছেলে নুরুল আলম (৩০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফস্থ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, নাফ নদী দিয়ে ইয়াবার একটি চালান প্রবেশের খবরে অভিযানে যায় বিজিবি। এসময় অবস্থান টের পেয়ে রোহিঙ্গারা গুলি ছুড়লে আত্মরক্ষার্থে বিজিবিও গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

এসময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান বিজিবির ওই কর্মকর্তা

Bootstrap Image Preview