Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, সেপ্টেম্বার ২০২৫ | ৭ আশ্বিন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভুয়া কাজির কারাদণ্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ আগস্ট ২০১৯, ১০:২৪ PM
আপডেট: ২১ আগস্ট ২০১৯, ১০:২৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


কুষ্টিয়ার কুমারখালীতে জামাল আহমেদ নামের এক ভুয়া বিয়ের কাজিকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (২১ আগস্ট) বিকেলে এ কারাদণ্ড প্রদান করেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম খান।

দণ্ডপ্রাপ্ত ভুয়া কাজি জামাল আহমেদ উপজেলার সেরকান্দি এলাকার মৃত গোলাম নবীর ছেলে।

রাজিবুল ইসলাম খান জানান, জামাল আহমেদ নিজেকে কাজি পরিচয় দিয়ে বাল্যবিবাহ পড়াতো। ভুয়া সাক্ষী হাজির করত। বাল্য বিয়ের শিকার বর-কনের তথ্যায়যায়ী তাকে ভুয়া কাগজপত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ সময় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৯ ধারা মতে বাল্যবিবাহ পরিচালনা করার অপরাধে এই ভুয়া কাজিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

Bootstrap Image Preview