টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ছেলেদের কাছে নেশা করার জন্য টাকা চেয়ে না পেয়ে গলায় ফাঁস দিয়ে মো. নজরুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (২১ আগস্ট) ভোরে উপজেলার কুতুবপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার কালিয়া ইউনিয়নের কুতুবপুর বাজার এলাকার বাসিন্দা নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিলেন। ছেলেদের কাছ থেকে টাকা নিয়ে তিনি নেশা করতেন।
গতকাল মঙ্গলবার তিনি ছেলেদের কাছে নেশার টাকা চাইলে তারা টাকা দিতে অস্বীকৃতি জানান। পরে আজ বুধবার ভোরে বাড়ির পাশে কাঁঠাল গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ পাওয়া যায়।
ঠিকমত নেশা করতে না পেরে নজরুল বেশ কিছুদিন ধরে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন বলেও এলাকাবাসী জানায়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। বিকেলে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।