Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শনিবার, জুলাই ২০২৫ | ৩ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফেনীতে সাপ মারতে গিয়ে যুবকের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ আগস্ট ২০১৯, ০৭:০২ PM
আপডেট: ২১ আগস্ট ২০১৯, ০৭:০২ PM

bdmorning Image Preview


ফেনীর সোনাগাজী উপজেলায় বিষধর সাপের কামড়ে মো. সাইফুল ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাইফুল ইসলাম উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চরলামছি গ্রামের দারবক্স ভূঞা বাড়ির সেকান্তর মিয়ার ছেলে।

আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল আলম জহির জানান, মঙ্গলবার বিকালে একটি বিষধর সাপ লোকালয়ে আসে। সাইফুল ইসলাম সাপটি মারার চেষ্টা করে। এ সময় সাপটি তার পায়ে কামড় দেয়।

এতে প্রাথমিকভাবে সামান্য ব্যাথা অনুভব করলেও রাতে তার শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে। রাতে তার পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে ফেনী আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।

সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বুধবার সকাল ৮টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Bootstrap Image Preview