Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শনিবার, জুলাই ২০২৫ | ৩ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মেয়াদোত্তীর্ণ সস-জেলি খাচ্ছে স্কুল শিক্ষার্থীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ আগস্ট ২০১৯, ০৭:০০ PM
আপডেট: ২১ আগস্ট ২০১৯, ০৭:০০ PM

bdmorning Image Preview


স্কুলের সামনে পসরা সাজিয়ে বসেছে রকমারি সব ফাস্ট ফুডের দোকান। এসব দোকানে বিক্রি হচ্ছে মেয়াদোত্তীর্ণ সস-জেলিসহ বিভিন্ন ভেজাল খাবার।

বুধবার (২১ আগস্ট) রাজধানীর ফার্মগেট হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ এলাকায় অভিযান চালিয়ে এমন প্রমাণ পায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ অভিযোগে তিন দোকানকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে একটি দোকান।

অভিযান পরিচালনা করেন অধিদফতরের সহকারী পরিচালক মো. আবদুল জাব্বার মণ্ডল। এতে সার্বিক সহযোগিতা করে তেজগাঁও থানা পুলিশ।

আবদুল জাব্বার মণ্ডল জানান, বুধবার ফার্মগেট এলাকায় হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজের পাশে অবস্থিত আশিক ফাস্ট ফুডকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ জেলি, সস বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিন রৌশনী ফাস্ট ফুডকে পাউরুটি, কেকের প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ না লেখার অপরাধে ২০ হাজার টাকা এবং আনন্দ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী প্রক্রিয়াজাতকরণের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি জনস্বার্থে সাময়িকভাবে হোটেলটি বন্ধ রাখা হয়।

Bootstrap Image Preview