Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শনিবার, জুলাই ২০২৫ | ৩ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঢামেকে ডেঙ্গু জ্বরে আরও এক তরুণীর মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ আগস্ট ২০১৯, ০৬:০০ PM
আপডেট: ২১ আগস্ট ২০১৯, ০৬:০০ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ ঝরলো আরও এক তরুণীর। মোছা. নাইনা (২৭) নামে ওই তরুণী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

বুধবার (২১ আগস্ট) দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ডেঙ্গু রোগে ভর্তি হয়েছেন ১১৫ জন। আর আগের ভর্তি রোগী থেকে ১৩৪ জন ছাড়পত্র নিয়েছেন। বর্তমানে ৫২০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

‘আর বুধবার হাসপাতালে ভর্তি নাইনা নামে এক নারীর মৃত্যু হয়েছে।

ব্রি জে নাসির উদ্দিন বলেন, একটু একটু করে ডেঙ্গু রোগে আক্রান্তদের ভর্তি হওয়ার সংখ্যা কমছে। সেই সঙ্গে গুরুতর ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে। তাদের সর্বাত্তক চিকিৎসা দেওয়া হচ্ছে।
 

Bootstrap Image Preview