জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় পশ্চিম আফ্রিকার দেশ মালিতে মৃত্যু হওয়া কনস্টেবল ওমর ফারুকের জানাজা সম্পন্ন হয়েছে। গত ৫ আগস্ট রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ফারুক।
আজ বুধবার সকাল ১০টায় রাজধানীর ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সের এসআই শিরু মিয়া অডিটোরিয়ামে ওমর ফারুকের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ফারুকের মরদেহকে আইজিপি ও বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সম্মান জানানো হয়।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, অতিরিক্ত আইজিপি শাহাবউদ্দিন কোরাইসী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা জানাজায় অংশ নেন।
ওমর ফারুক জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিএএনএফপিইউ-১ (রোটেশন-৫) মিনাসমা, মালিতে কর্মরত ছিলেন।